রিজার্ভ চুরির ৬৬ মিলিয়ন ডলার এখনও পাওয়া যায়নি ঃ অর্থমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ২০শে জুন ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:৩৩ অপরাধ

ই-বার্তা ।। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ৬৬ দশমিক ৩৭ মিলিয়ন ডলার এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চুরি হওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে ফিলিপাইনে আইনি উদ্যোগ চলমান রয়েছে।’

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মুহিত জানান, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। ওই মামলার তদন্ত কাজ চলমান রয়েছে। সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিলের কোনও সময়সীমা বেধে দেওয়া হয়নি। এ মামলার তদন্ত প্রতিবেদন এখনও দাখিল হয়নি।’

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ