পাকিস্তানে সরফরাজের যুগ শুরু


ই-বার্তা প্রকাশিত: ৬ই জুলাই ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৪২ ক্রিকেট

ই-বার্তা।। একদিনের ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের পর এবার পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্বও পেয়ে গেছেন সরফরাজ আহমেদ। তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর পাকিস্তানের ক্রিকেটের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন এই উইকেটরক্ষক। মিসবাহ-উল-হকের উত্তরসূরি হিসেবে এখন নতুন মিশন শুরু করতে যাচ্ছেন সরফরাজ।

টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর সরফরাজ বলেছেন, ‘পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পাওয়াটা অনেক বড় সম্মানের। গত কিছুদিনে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমরা যে সাফল্য পেয়েছি, আমার চাওয়া থাকবে একইভাবে যেন টেস্টেও আমরা উন্নতি করতে পারি। সবার প্রতি চাওয়া থাকবে, তারা যেন পাকিস্তানের ক্রিকেটের ওপর আস্থা রাখেন।

২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টির আসরের পর দায়িত্ব পান ২০ ওভারের ম্যাচের, যখন অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান শহীদ আফ্রিদি। এরপর গত ফেব্রুয়ারিতে আজহার আলী ওয়ানডের অধিনায়ক থেকে নিজেকে গুটিয়ে নিলে পাকিস্তানের ৫০ ওভারের ক্রিকেটের নেতৃত্বে আসেন তিনি। আর এবার পেলেন পাঁচ দিনের ক্রিকেটের দায়িত্বও।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ