লন্ডনে আক্রমণের কথা মোটেও সত্য নয় : তামিম


ই-বার্তা প্রকাশিত: ১২ই জুলাই ২০১৭, বুধবার  | বিকাল ০৩:০৯ ক্রিকেট

ই-বার্তা।। লন্ডনের আক্রমনের কথা অস্বীকার করেছেন তামিম ইকবাল। জানিয়েছেন, অন্য কোনো কারণে নয়, ব্যক্তিগত কারণেই দেশে ফেরার সিন্ধান্ত নিয়েছি। নিজের ফেসবুকে তামিম লিখেছেন, আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই যে, ব্যক্তিগত কারণেই কাউন্টি মৌসুম সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কিছু মিডিয়া রিপোর্ট করেছে যে, আমাদের আক্রমণ করা হয়েছে। এটা মোটেও সত্য নয়।

তিনি আরও লেখেন আসলে ক্রিকেট খেলার জন্য আমার প্রিয় দেশ হলো ইংল্যান্ড এবং এসেক্স আমার প্রতি যথেষ্ট আন্তরিক ছিল। কিন্তু তারপরেও আমি ফিরে এসেছি। আমার ভক্ত ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তারা আমার এত খোঁজখবর নিয়েছেন। ভবিষ্যতে ইংল্যান্ডে খেলার জন্য আমি মুখিয়ে আছি।

কিন্তু এক ম্যাচ খেলার পর কেনো হুট করে দেশে ফিরলেন তার সন্তোষজনক ব্যাখ্যা দেননি তামিম।

এর আগে বাংলাদেশসহ বিশ্ব মিডিয়াতে লন্ডনে তামিম ও তার পরিবার উগ্রবাদীদের কবলে পড়েছেন বলে রিপোর্ট প্রকাশিত হয়। দাবি করা হয়, এ কারণেই মাত্র এক ম্যাচ খেলার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন তামিম।

মিডিয়ার রিপোর্ট মতে, সোমবার রাতে ঘটে ঘটনাটি। রেস্টুরেন্ট থেকে রাতের খাবার শেষ করে বাসায় ফিরছিলেন তামিম, তার স্ত্রী অয়েশা সিদ্দিকা ও পুত্র আরহাম। তখনই উগ্রবাদীরা তাদের তাড়া করে। তামিমের স্ত্রী হিজাব পরেন। এ কারণেই তাদের টার্গেট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আক্রমণকারীদের হাতে অ্যাসিডও ছিল। অবস্থা খুব খারাপ দেখে দৌড়ে পালিয়ে নিজেদের রক্ষা করেন তামিম ও তার পরিবার। আর এ কারণে কাউন্টি দল ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ