বিএনপি ক্ষমতা গেলেই দেশে খাদ্য ঘাটতি দেখা দেয় ঃ শেখ হাসিনা


ই-বার্তা প্রকাশিত: ১৬ই জুলাই ২০১৭, রবিবার  | বিকাল ০৩:৫৪ রাজনীতি

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২১ ও ১৪২২ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কৃষিতে দেশ স্বয়ংসম্পূর্ণ থাকে। কিন্তু বিএনপি ক্ষমতা গেলেই দেশে খাদ্য ঘাটতি দেখা দেয়। প্রধানমন্ত্রী কৃষকদের রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহারের পরামর্শ দেন। কৃষি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

এর আগে কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণসহ দেশের সামগ্রিক কৃষিখাতে অবদান রাখার জন্য ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। স্বাধীন দেশের কৃষিভিত্তিক অর্থনীতি এগিয়ে নেয়ার লক্ষ্যে ১৯৭৩ সালে এ পদক প্রবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ