শ্রীলঙ্কাকে পরীক্ষা নিচ্ছে জিম্বাবুয়ে


ই-বার্তা প্রকাশিত: ১৭ই জুলাই ২০১৭, সোমবার  | রাত ১১:৪০ ক্রিকেট

ই-বার্তা।।দারুণ জমে উঠেছে শ্রীলঙ্কার আর জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শ্রীরঙ্কার বোলারদের নাকানিচুবানি দিয়েছে জিম্বাবুয়ের লো-অডার ব্যাটসম্যানরা। কাল (মঙ্গলবার) শেষ দিনে নাটকের অপেক্ষায় দুই দল। আপাতত দুই দলের সম্ভাবনাই সমান সমান।

প্রথম ইনিংসের ১০ রানের এগিয়ে থেক দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৭৭ রানে অল আউট জিম্বাবুয়ে। আর এতে শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় ৩৮৮ ।

জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বেশ ভালোই করছে স্বাগতিকরা। ৩ উইকেটে ১৭০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। মেন্ডিস ৬০ এবং ম্যাথুস অপরাজিত আছেন ১৭ রান নিয়ে। জয়ের জন্য চাই আরো ২১৮ রান। হাতে ৭ উইকেট।

এ ম্যাচ জিতলে রেকর্ড গড়ে ফেলবে শ্রীলঙ্কা।শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৭৭ রানের লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড পাকিস্তানের। ২০১৫ সালে পালেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট জিতেছিল পাকিস্তান। দেশের মাটিতে শ্রীলঙ্কা সর্বোচ্চ ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে, ২০০৬ সালে পি সারা ওভালে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ৩৫৬ ও ৩৭৭
শ্রীলঙ্কা ৩৪৬ ও ১৭০/৩

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ