চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি বুঝে পেল পাকিস্তান


ই-বার্তা প্রকাশিত: ২৪শে জুলাই ২০১৭, সোমবার  | বিকাল ০৫:৪৯ ক্রিকেট

ই-বার্তা।। প্রথম বারের মত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান। সরফরাজ আহমেদের দল শিরোপা জিততে পারে, তা-ও হয়তো অনেকে ভাবেননি। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে ফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে (১৮০ রানে) হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য আইসিসির পক্ষ থেকে প্রাইজমানি হিসেবে ২২ লাখ ডলার (২৩০ মিলিয়ন রুপি) পাওয়ার কথা ছিল পাকিস্তানের। পিসিবি সেটা বুঝে পেয়েছে। এবার ক্রিকেটারদের মাঝে সেই প্রাইজমানি বণ্টন


করে দিতে প্রস্তুত বোর্ড।

এক্সপ্রেস নিউজ আগেই জানিয়েছিল, যে পুরস্কার চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে সরফরাজরা পাচ্ছেন, এর কোনো আয়কর দিতে হবে না ক্রিকেটারদের। এই প্রাইজমানি ১৭টি ভাগে ভাগ করা হবে। ১৬ জন ক্রিকেটার পাবেন ১৩.৫ মিলিয়ন রুপি করে।

আর বাকি অংশ ভাগ করা হবে টিম ম্যানেজমেন্টের মধ্যে। তাদের প্রত্যেকে পাবেন ১০ লাখ রুপি করে। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ওয়াহাব রিয়াজের পরিবর্তে দলে আসা রুম্মান রইসও পুরস্কারের অর্থ পাবেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ