সংবিধানে যা আছে তাই হবে ঃ ওবায়দুল কাদের


ই-বার্তা প্রকাশিত: ২৮শে জুলাই ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:১৫ রাজনীতি

ই-বার্তা ।। বিরোধী দলে থেকে কেউ যদি আন্দোলনে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী নির্বাচন তারা বিজয়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালীর পায়রা নদীতে নির্মাণাধীন পায়রা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘একটা কথা মনে রাখবেন, এ দেশে বিরোধী দলে যাঁরা থাকেন, তাঁরা যদি আন্দোলনে বিজয়ী হতে না পারেন, তাহলে পরবর্তী নির্বাচনেও তাঁরা বিজয়ী হতে পারেন না। এটাই আমাদের দেশে হয়ে আসছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কান্নাকাটি আর নালিশে ব্যস্ত।

সহায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধানে কি কোনো সহায়ক সরকার আছে? সংবিধানে যা আছে তাই হবে।

সংবিধানে আছে নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত বিষয়।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ