রংপুর রাইডার্সের কোচ রফিক


ই-বার্তা প্রকাশিত: ২৯শে জুলাই ২০১৭, শনিবার  | বিকাল ০৪:২১ ক্রিকেট

ই-বার্তা।। বাংলাদেশ প্রিমিয়ার লিগ রংপুর রাইডার্সের স্পিন কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের এক সময়কার ঘূর্ণি বোলার মোহাম্মদ রফিক। অধিনায়ক হিসবে থাকবেন মাশরাফী।

মোহাম্মদ রফিক, টম মুডি এবং নাজমুল আবেদিন ফাহিমকে রংপুরে পেয়ে উচ্ছ্বসিত ম্যাশ। নতুন দলের হয়ে এবার আমি খেলব। যেখানে মেন্টর হিসেবে থাকবেন ফাহিম স্যার। কোচ হিসেবে আসবেন টম মুডি। রফিক ভাই আছেন, তিনি দুর্দান্ত স্পিনার। দোয়া করবেন কোচিং স্টাফদের নিয়ে রংপুরকে যেন ভালো কিছু দিতে পারি।

দীর্ঘ ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছেন মোহাম্মদ রফিক। ব্যাটে-বলে দলকে দিয়েছেন অসংখ্য উপহার। সাদা পোশাকে ৩৩ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন রফিক। বোলিং ইকোনোমিক রেট ২.৭৯। সেরা বোলিং ফিগার ৭৭ রানে ৬ উইকেট। ব্যাটসম্যান হিসেবে করেছেন ১০৫৯ রান। রয়েছে ১টি শতক আর ৪টি অর্ধশতক। সর্বোচ্চ রান ১১১।

একদিনের ক্রিকেটে ১২৫ ম্যাচ খেলে দখল করেছেন ১২৫টি উইকেট। বোলিং ইকোনোমিক রেট ৪.৪৩। সেরা বোলিং ফিগার ৪৭ রানে ৫ উইকেট। ব্যাটসম্যান হিসেবে করেছেন ১১৯১ রান। সর্বোচ্চ সংগ্রহ ৭৭। রয়েছে ২টি অর্ধশতকও।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধন ৩১ অক্টোবর আর শুরু হবে ২ নভেম্বর। বিপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের মাঝামাঝি। ড্রাফটে প্রতিটি দলকে কমপক্ষে ১৩ জন স্থানীয় খেলোয়াড়কে নিতে হবে। ড্রাফটের তালিকায় থাকা বিদেশিদের মধ্যে কমপক্ষে দুজনকে নিতে হবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ