আমার নৈপুণ্যই মানুষের ঈর্ষা জাগায়: রোনালদো


ই-বার্তা প্রকাশিত: ২রা আগস্ট ২০১৭, বুধবার  | রাত ০৯:৩০ ফুটবল

ই-বার্তা।। রোনালদোর চোখধাঁধানো নৈপুণ্যই নাকি মানুষের গা-জ্বলুনির কারণ। স্পেনের আদালতে কর ফাঁকি দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এমনটাই বলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

ইনস্টাগ্রামের এক পোস্টেই এমনি সারা জাগালেন রোনালদো। তিনি লেখেন, আমার নৈপুণ্যই মানুষের ঈর্ষা জাগায়, পোকা-মাকড় তো সব সময় জ্বলজ্বলে প্রদীপের দিকেই আকৃষ্ট হয়।

চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের বিরুদ্ধে ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার পোজুয়েল ডি আলার্কনে রুদ্ধদ্বার শুনানি অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্বে ছিলেন মনিকা গোমেজ। প্রায় ৯০ মিনিট প্রশ্নোত্তরের পর শুনানি শেষ হয়।

আগের মতই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ফোর্বসের মতে ২০১৬ সালের বিশ্বের সর্বোচ্চ আয়কারী এই অ্যাথলেট সব সময় কর পরিশোধ করার দাবি করেছেন। স্প্যানিশ পত্রিকা “এল মুন্ডোর” মতে অযথা তাঁকে ঝামেলায় জড়ানো হয়েছে বলে আদালতে দাবি করেছেন রোনালদো, আমাকে এখানে ডাকা হয়েছে কারণ আমার নাম ক্রিস্টিয়ানো রোনালদো।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ