সভ্য দেশ হলে সরকার সংবিধান সংশধনীর পরেই পদত্যাগ করতো


ই-বার্তা প্রকাশিত: ৩রা আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:৪৬ রাজনীতি

ই-বার্তা ।। সভ্য দেশ হলে সংবিধানের ষোড়শ সংশোধনীর পরেই সরকার পদত্যাগ করতো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। দলের সম্পাদকমণ্ডলীর যৌথ সভা শেষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফখরুল বলেন, সভ্য দেশ হলে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার পদত্যাগ করত। সরকারের উচিৎ রায় আমলে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া।

নতুন একটি রাজনৈতিক জোট গঠনের লক্ষে বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি দলের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জনগণের, দেশের পক্ষে যেকোনো উদ্যোগকে বিএনপি স্বাগত জানায়। এখনো যদি কেউ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়, বিএনপি তাদের স্বাগত জানাবে।

দলের সম্পাদকমণ্ডলীর যৌথ সভায় ১ সেপ্টেম্বর বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৩ সেপ্টেম্বর তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস, ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ