রাজন হত্যা মামলায় ১২ জনের মৃত্যুদণ্ড


ই-বার্তা প্রকাশিত: ৮ই আগস্ট ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:১৭ অপরাধ

ই-বার্তা ।। জমিসংক্রান্ত বিরোধের জেরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় রাজন মিয়া (২৪) নামে এক যুবককে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান সিকদার এ রায় দেন।

আদালতে রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন- সাইদুল, মমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব। অন্যরা পলাতক রয়েছেন, পলাতকরা হলেন- মজিদ, আবদুল মজিদ, মজনু ও নুরুল ইসলাম।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুলতান উদ্দিন জানান, ২০১৪ সালের ১৩ এপ্রিল রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজনের বাসায় হামলা করে সাইদুলের নেতৃত্বে ওই ১২ জন। এসময় রাজনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

পরে এ ঘটনায় রাজনের বাবা লাল মিয়া সরকার ভূঞাপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিলেন।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ