রোনালদোর ওজনের সমান স্বর্ণ দিলেও তাকে বিক্রি করবো না, রিয়াল সভাপতি


ই-বার্তা প্রকাশিত: ৮ই আগস্ট ২০১৭, মঙ্গলবার  | রাত ০৮:৪৭ ফুটবল

ই-বার্তা।। নেইমারের দলবদলের পরই মেসি-রোনালদোর মতো বড় তারকাদের নিয়ে বেশ চিন্তিত ইউরোপের ক্লাবগুলো। এখন প্রশ্ন জেগেছে, তাহলে কি টাকা থাকলেই সব তারকাদের কেনা সম্ভব? বার্সেলোনা এই প্রশ্নের উত্তর না দিলেও রিয়াল মাদ্রিদ কিন্তু সাফ জানিয়ে দিয়েছে সম্ভব না।

ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, টাকা দিয়ে সবাইকে কেনা সম্ভব না। অবশ্যই আমরা রোনালদোকে বিক্রি করব না। তার ওজনের সমান স্বর্ণ দিলেও না। অনেককে কেবল দাম দিয়ে মাপা


যায় না।

এর আগে বার্সেলোনার সভাপতি জোশেপ বার্তামেউ জানিয়েছিলেন, ক্লাবের প্রতি মেসি-ইনিয়েস্তাদের আনুগত্য অসীম। এ জন্যই বার্সার দলনেতা হতে পেরেছেন মেসি। মেসির পেছনে টাকার বস্তা নিয়ে পেছনে পড়েছিল ম্যানচেস্টার সিটি। এমনকি আর্জেন্টিনা তারকাকে কিনতে বার্সেলোনাকে ব্লাংক চেকও পাঠায় দলটি। তবে মেসিকে ইতিহাদে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। রিয়ালের সভাপতিও জানিয়ে দিলেন, টাকা থাকলেই রোনালদোকে কেনা সম্ভব নয়। বোঝা যাচ্ছে, আরো অনেক বছর সান্তিয়াগোতেই থাকছেন রোনালদো।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ