উয়েফা সুপার কাপের শিরোপা দিয়ে মৌসুম শুরু রিয়ালের


ই-বার্তা প্রকাশিত: ৯ই আগস্ট ২০১৭, বুধবার  | দুপুর ১২:১৫ ফুটবল

ই-বার্তা।। মৌসুমের শুরুটা উৎসব দিয়েই শুরু করল রিয়াল মাদ্রিদ।উত্তাপ ছড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তুলল জিনেদিন জিদানের ছাত্ররা।

মেসিডোনিয়ার স্কোপিয়েতে উপচে পড়া দর্শকদের শুরুতেই উল্লাসে মাতোয়ারা করেন রিয়াল তারকা ক্যাসিমিরো। ২৪তম মিনিটে ড্যানিয়েল কারভাহালের বাড়ানো বলকে গোলের রঙে রাঙান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

৫২ মিনিটে লিড দ্বিগুণ করেন ইসকো। ইউনাইটেড রক্ষণ ভেঙে গোলপোস্টের কাছাকাছি বল নিয়ে ঢুকে পড়েন গ্যারেথ বেল তাকে সঙ্গ দেন কয়েকজন। শেষ পর্যন্ত বেলের দারুণ পাস কাজে লাগান ইসকো।

গোল হজমের পর ম্যানইউর খেলার ধার যেন অনেক বেড়ে যায়। শেষ সময়ে এসে তারা রিয়ালের ওপর অনেকখানি চড়া হন। ম্যাচের ৬৪ মিনিটে ম্যানইউকে প্রথম গোল এনে দেন লুকাকু।

ম্যাচের ৮৪ মিনিটে করিম বেনজেমাকে উঠিয়ে মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। ততক্ষণে ম্যাচের চিত্রনাট্যটা ফাইনাল হয়ে গেছে। একদিকে ইসকো, ক্যাসিমিরো। অপরদিকে লুকাকু। এই তিনে মিলে স্কোরটা ২-১ সাজিয়ে রাখেন। রেফারির শেষ বাঁশি অবধি বজায় থাকে সেই ব্যবধান।

এই জয়ে টানা দ্বিতীয় ও মোট চতুর্থবারের মত উয়েফা সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ