বার্সার জন্য নেইমারের বিকল্প খুঁজে পাওয়া ভীষণ কঠিন হবে: জিদান


ই-বার্তা প্রকাশিত: ১৩ই আগস্ট ২০১৭, রবিবার  | বিকাল ০৫:০৪ ফুটবল

ই-বার্তা।। ২০১৩ সালের অক্টোবরে বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে গোল করেছিলেন নেইমার, আর বানিয়ে দিয়েছিলেন আরেকটি। ম্যাচটা বার্সা জিতেছিল ২-১ গোলে। সর্বশেষ এল ক্লাসিকোতেও নেইমারের দুর্দান্ত পারফরম্যান্স। গত ৩০ জুলাই আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছে রিয়ালকে। বার্সার তিন গোলের দুটিই নেইমার বানিয়ে দেয়।

দুই সপ্তাহ পর আবার বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। আজ রবিবার রাত ‍দুইটায় স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

পিএসজিতে চলে যাওয়ায় এবার আর নেইমারকে মোকাবিলা করতে হবে না। তাই বলে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না রিয়ালের কোচ জিনেদিন জিদান। যদিও তার দাবি, বার্সেলোনায় নেইমারের শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় আসার পর লিওনেল মেসি ও লুই সুয়ারেসের সঙ্গে দুর্দান্ত আক্রমণভাগ গড়ে তুলেছিলেন নেইমার।

শনিবার এক সংবাদ সম্মেলনে ফরাসী কিংবদন্তি বলেছেন, আগামীকাল যে-ই খেলুক না কেন, সে নেইমার হতে পারবে না। কারণ সে (নেইমার) খুব ভালো। তার মতো খেলোয়াড় খুব একটা নেই।

অবশ্য নেইমার চলে গেলেও বার্সেলোনার ভালো পারফরম্যান্স নিয়ে নিঃসন্দেহ জিদান, আমরা যদি মনে করি কালকের ম্যাচ সহজ হবে, তাহলে ভুল। তারা (বার্সেলোনা) দলে বদল এনেছে সত্যি। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা তো বার্সেলোনাই। আমরা জানি তারা কেমন খেলে, সেটা পাল্টাবে না। তাদের পরিকল্পনা একই থাকবে।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ