মার্কিন সংবিধান লঙ্ঘন করেলেন ট্রাম্প


ই-র্বাতা প্রকাশিত: ৭ই এপ্রিল ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:১৯ আমেরিকা

ই-বার্তা প্রতিবেদক ।। কংগ্রেস এর অনুমোদন না নিয়ে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করে মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন ট্রাম্প।
টুইটার বার্তায় একথা বলেন র‍্যান্ড পল। তিনি বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী সামরিক অভিযানের জন্য প্রেসিডেন্টের কংগ্রেসের অনুমোদন নেয়ার বিধান রয়েছে।
মার্কিন সিনেটর র‍্যান্ড পল আরও বলেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করে মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলা চালানোর আগে ট্রাম্পের কংগ্রেসের অনুমোদন নেয়া উচিত ছিল বলে জানান তিনি।
মধ্যপ্রাচ্যে পূর্বেকার মার্কিন হস্তক্ষেপ আমেরিকাকে মোটেও নিরাপদ করে নি। সিরিয়ার হামলাও তার ব্যতিক্রম হবে না বলে মনে করেন এই সিনেটর।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ