বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মাত্রার ইঙ্গিত


ই-বার্তা প্রকাশিত: ৭ই এপ্রিল ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:৩৪ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক ।। বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পৌঁছার পর মোদি টুইট প্রথম বার্তাটি দেন।এরপর আরেক টুইট বার্তায় তিনি বলেন, দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি সংকল্পবদ্ধ।

চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লী পৌঁছান।পালাম বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী। এরপর শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে। এই সফরে সেখানেই থাকবেন তিনি। এ সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে দুই দেশই। স্বিপাক্ষিক ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে সফরকালীন সময়ে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিভিন্ন চুক্তি করা হবে।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ