কোনও ভয় নেই, নেই সংশয়: ওয়ার্নার


ই-বার্তা প্রকাশিত: ১৬ই আগস্ট ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৬:০৪ ক্রিকেট

ই-বার্তা।। বাংলাদেশ সফর সামনে রেখে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যাট করার সময় গতকাল আঘাত পেয়েছিলেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সে সময় চোটের গুরুত্ব জানা যায় নি। তবে এখন সুস্থ আছেন বলে জানন তিনি। সামাজিক মাধ্যমে নিজের সুস্থতার জানান দিয়ে অসি ওপেনার বলেন, কোনও ভয় নেই, নেই সংশয়।

প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হেলমেট পরলেও ওই আঘাতে মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে নিজের পায়ে ভর করে উঠেও দাঁড়িয়েছিলেন। এরপর গ্লাভস-হেলমেট খুলে সোজা ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন। এসময় চোখে মুখে সেই আচমকা ঘটনার মূর্তি ফুটে উঠেছিল। পরে বরফ দিলেও কিছুটা ভারসাম্য হারিয়েছেন মনে হওয়াতে আজকের ম্যাচে তাকে না নামানোর সিদ্ধান্তই নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তারপরেও তার সার্বিক অবস্থা নিয়ে ছিল একটা সংশয়। অবশ্য এর পেছনে কারণও ছিল।

এর আগে এমনই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা ফিল হিউজ। সেই হিউজের মতো নক্ষত্রের পতনে ওয়ার্নারকে নিয়ে তাই বেশ সতর্ক ছিল অসি ম্যানেজমেন্ট! শেষ পর্যন্ত সেই ভয় উড়িয়ে দিয়ে ওয়ার্নার নিজের ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, এভাবে খোঁজ খবর নেওয়ায় ধন্যবাদ সবাইকে। আমি পুরোপুরি ঠিক আছি। এসময় সতীর্থদের কাছ থেকে পাওয়া উপহারটাও গায়ে চড়িয়েছিলেন ওয়ার্নার।

এরফলে শুক্রবার ওয়ার্নারের আসা নিয়ে কোনও সংশয় রইলো না। শুক্রবার বাংলাদেশের উদ্দেশে বিমানে চড়বে স্টিভেন স্মিথরা। এই সফরে ওয়ার্নারের সঙ্গী হচ্ছেন বলেই জানালেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান, ‘ও ঠিকই আছে। আজকে মাঠে কিছুটা হেঁটেছে। তারপরেও ওকে নিয়ে কাল অথবা পরের দিন সার্বিক একটা আপডেট পাবো।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ