বার্সার ১৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাবেও ফিরিয়ে দিল লিভারপুল


ই-বার্তা প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৭, শনিবার  | সন্ধ্যা ০৬:০৪ ফুটবল

ই-বার্তা।। ফিলিপে কৌতিনিয়োর দলবদলের নাটক তাই ক্রমশই জটিল হচ্ছে। ব্রাজিলিয়ান এই তারকাকে দলে নেওয়ার জন্যে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। ফিলিপেও যেতে আগ্রহী, কিন্তু ইংলিশ ক্লাব কিছুতেই ছাড়বে না তাকে। কাতালানদের দেওয়া ১৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে লিভারপুল। এ নিয়ে তৃতীয় দফা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তারা।

সবশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লিভারপুল শুক্রবার। আগের দুইবারের মতো এবারও তারা বার্সেলোনাকে জানিয়ে দিয়েছে কৌতিনিয়ো বিক্রি হবে না।

গত মৌসুম থেকে বার্সেলোনার নজরে আছেন কৌতিনিয়ো। চলতি বছরের জুলাইয়ে তারা ব্রাজিলিয়ান তারকার জন্য প্রথমবার প্রস্তাব করেছিল ৮০ মিলিয়ন ইউরোর। সেটা প্রত্যাখ্যান হওয়ার পর দিন কয়েক আগে অঙ্কটা বাড়িয়ে ১০০ মিলিয়নের প্রস্তাব করে আবার। তাতেও ফল আসে একই, তবে আশা হারায়নি বার্সেলোনা। কৌতিনিয়োর জন্য তৃতীয় দফায় দলবদলের অঙ্কটা বাড়িয়ে এবার দিতে চেয়েছে ১৩০ মিলিয়ন ইউরো। কিন্তু বিক্রি করবে না বলে গোঁ ধরে বসে থাকা লিভারপুল এবারও ফিরিয়ে দিয়েছে প্রস্তাব।

নেইমার প্যারিস সেন্ত জার্মেইয়ে চলে যাওয়ায় বার্সেলোনা কৌতিনিয়োকে দিয়ে পূরণ করতে চাইছে তার জায়গা। দলবদলের মৌসুমে খুব বেশি সময় বাকি না থাকায় বার্সেলোনা তাড়াতাড়ি করতে চেয়েছিল চুক্তিটা। কিন্তু তাদের সব চেষ্টা ভেস্তে যাচ্ছে লিভারপুল রাজি না হওয়ায়।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ