বৈজ্ঞানিক জাহিদ হাসান


ই-বার্তা প্রকাশিত: ২০শে আগস্ট ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৬:২২ ছোট পর্দা

ই-বার্তা।। ব্যস্ততম এক বৈজ্ঞানিকের চরিত্রে অভিনয় করলেন অভিনেতা জাহিদ হাসান। পলাশ মাহমুদের লেখা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় লাভটোমিটার নাটকে বৈজ্ঞানিক চরিত্রে দেখা যাবে তাকে। নাটকের গল্প গড়ে উঠেছে লাভটোমিটার নামের একটি যন্ত্রকে ঘিরে। এ যন্ত্রটি মানুষের মনের কথা বুঝতে পারে। যন্ত্রটি আবিষ্কারের পর বৈজ্ঞানিক আশপাশের মানুষের মনের কথা বুঝতে পারেন এবং লক্ষ্য করেন, মানুষের মনের কথা আর মুখের কথা এক নয়। মন আর মুখে এত এত ফারাক! মানুষের এ ভনিতায় প্রতি পদে পদে ধাক্কা খেতে থাকেন তিনি। সম্প্রতি উত্তরার একটি শুটিংবাড়িতে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। জাহিদ হাসান ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নাদিয়া আহমেদ, আশরাফুল আশীষ, শহীদুল্লাহ সবুজ, এমিলিসহ অনেকে। আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে নাটকটি।

সর্বশেষ সংবাদ

ছোট পর্দা এর আরও সংবাদ