প্রিয় মানুষ না আমার কাছে প্রিয় ফ্যামিলি- মেহেজাবিন


ই-বার্তা প্রকাশিত: ২০শে আগস্ট ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৭:১৯ ছোট পর্দা

ই-বার্তা।। মোঃ জামিলুর রহমান।। বর্তমান সময়ের ফ্যাশন এবং অভিনয়ের অনন্য নাম মেহজাবিন।অনেকদিন ধরেই তিনি সফলতার সাথে কাজ করছেন।পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তাও।ফ্যাশন এবং লাইফ স্টাইল নিয়ে কি ভাবছেন মেহজাবিন। চলুন জেনে আসি তার কাছে থেকেই কিছু জানা অজানা তথ্য,জানিয়েছেন ই-বার্তাকে।
*কেমন আছেন?
-ভাল। আলহামদুলিল্লাহ

*বর্তমান সময় কেমন যাচ্ছে?
-ব্যস্ত।শীতে কাজ করতে ভাল লাগে তাই শুটিং,ফ্যামিলি নিয়েই ব্যস্ত।

*অভিনয় শুরু কখন থেকে?
-মুলত ২০১০ সাল থেকে। টিভিসি এবং নাটক দুইটাই কাছাকাছি একই সময়েই শুরু হয়। প্রথম টিভিসি লাক্স এবং তুমি থাক সিন্ধু পাড়ে নাটক দিয়ে।

*শপিং কোথা থেকে করতে পছন্দ করেন?
-আসলে ডিপেন্ড করে।দেশেই নিজেই ডিজাইন করে ড্রেস বানানো হয়।আবার যেগুলা পাওয়া যায়না সেগুলা দেশের বাইরে থেকেই করা হয়।

*শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কি করা হয়?
-আমি আসলে অনেক অলস।ইয়োগো,জিম কোনটাই তেমন ভাবে করা হয়না।জেনিটক্যালি অ্যাডভান্টেজের জন্য হয়ত যতই খাইনা কেন তেমন ভাবে মোটা হোইনা।

*কি খাবার খেতে বেশি পছন্দ করেন?
-যেকোন রিচ ফুড।তবে দেশী খাবারের মধ্যে কালাভুনা ভাত।

*কোন ধরনের সানগ্লাস পছন্দ?
-আলাদা ভাবে কোনন ব্রান্ড নাই।যখন যেটা ভাল লাগে,নিজের সাথে যেটা মানানসই হয় সেটাই পড়ি।

*ঘড়ির ক্ষেত্রে যদি আসি?
-এখন যেটা চলছে বড় ডায়ালের ঘড়ি সেটা আমার ভাল লাগেনা।আমার কাছে মেয়েদের হাতে ছোট ডায়ালের ঘড়িই বেশি ভাল লাগে।ছোট ডায়াল,ক্লাসিক এবং আগের ডিজাইন ই পড়তে বেশি স্বাচ্ছন্দ্য করি।

*আইকন হিসেবে কাকে ভাল লাগে?
-অনেককেই ভাল লাগে।আলাদা ভাবে আসলে কাউকে বলাটা কঠিন। ফ্যাশনে র ক্ষেত্রে একজন তো অভিনয় এর ক্ষেত্রে আরেকজন। তবে সারাহ জেসিকা পার্কার কে অনেক ভাল লাগে।উনার অভিনয় দেখলে মনে হয় আমার অনেক কিছুর সাথে মিলে,এই দিক থেকেই উনাকে অনেক ভাল লাগে।

*অভিনয় জগতে পছন্দের কেউ?
-আমাদের দেশে তো অনেক প্রতিভাবান অভিনেতা,অভিনেত্রী আছেন।তাদের অনেককেই ভাল লাগে।স্পেসিফিক ভাবে বললে তরুন দের মধ্যে অপর্না এবং সিনিয়রদের মধ্যে মিমি আপু কে অনেক ভাল লাগে।

*কোন ধরনের জুতায় স্বাচ্ছন্দ্য বোধ করেন?
-জুতা তো অনেক বেশি কেনা হয়।বেশি ভাল লাগে স্নিকার এবং কনভার্স। বুট ভাল লাগে কিন্তু ওয়েদারের কারনে পড়া হয়না।

*অবসর সময় কিভাবে পার করেন?
-শুটিং না থাকলে গান শুনি,টিভি দেখি।বাসায় ফ্যামিলির সাথেই সময় কাটানো হয়।

*শখ?
-ট্রাভেল।মাঝেমাঝে মনেহয় এটাই আমার লাইফের গোল।অনেক বেশি ভাল লাগে ট্রাভেল করতে।

*কোন রঙের উপর দুর্বল?
-অফ হোয়াইট।

*গাড়ি কি নিজেই ড্রাইভ করেন?
-গাড়ি খুব কম ড্রাইভ করা হয়।ড্রাইভার না থাকলেই করা হয়।


*বড় পর্দায় কাজ করার ইচ্ছে আছে কিনা?
-ইচ্ছে থাকার চাইতেও পরিস্থিতি বেশি দরকার।যেমন -ড্রেস,কো-আর্টিস্ট, সর্বপরি স্ক্রিপ্ট। সবকিছু ঠিকঠাক হলে হয়ত করে ফেলব।

*ভবিষ্যৎএ নিজেকে কোথায় দেখতে চান?
-যেখানে কাজ এবং পরিবার দুইটাই ঠিক রাখতে পারব অবশ্য এটা খুব টাফ। প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত।বিবাহিত জিবনে যাওয়ার পর এই ঝামেলা টা বেশি দেখা যায়। কাজ এবং পরিবার এই দুইটা ঠিক না থাকলে আসলে জীবন কঠিন হয়ে পরে।নিজেকে successful বলতে পারব তখন ই যখন ফ্যামিলি ও কাজ দুইটাই ঠিক থাকবে।

*প্রিয় মানুষ?
-প্রিয় মানুষ না আমার কাছে প্রিয় ফ্যামিলি।

*ফ্যাশন সচেতনদের জন্য কিছু বলবেন?
-কেউ কাউকে ফলো করবে এটা খুব স্বাভাবিক। তবে এটা মনে রাখতে হবে প্রত্যেক টা মানুষই আলাদা।একটা মানুষের পজিটিভ দিক যেমন দিক আছে ঠিক তেমন নেগেটিভ দিকও থাকবে।সবার উচিত নেগেটিভটাকে ওভারলুকস করে পজিটিভ টা নেওয়া।

--অনেক ধন্যবাদ ভাল থাকবেন।
---আপনিও ভাল থাকবেন।

সর্বশেষ সংবাদ

ছোট পর্দা এর আরও সংবাদ