রামোসের লাল কার্ডের রেকর্ড


ই-বার্তা প্রকাশিত: ২২শে আগস্ট ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:২০ ফুটবল

ই-বার্তা।। রোনালদো ছাড়াই লা লিগায় মৌসুম শুরুর ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দিপোর্তিভোকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে জিদানের শিষ্যরা। সেই ম্যাচেই শেষ দিকে বিব্রতকর এক রেকর্ডের মালিক হতে হয়েছে রিয়াল তারকা সার্হিও রামোসকে। শেষ দিকে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়েন রামোস। আর তাতেই লা লিগায় সর্বোচ্চ লাল কার্ডধারীর তালিকায় জায়গা মেলে তার!

লা লিগায় এখন পর্যন্ত তিনজনই সর্বোচ্চ লাল কার্ডধারী রয়েছেন। এরা হলেন-সার্হিও রামোস (১৮), পাবলো আলভারো (১৮) ও জাভি আগুয়েদো (১৮)। এরফলে পরের ম্যাচে এমনিতেই আর খেলতে পারবেন না রামোস।

মাথা ছুঁইয়ে বল দখল করতে নিয়েই বাধে বিপত্তি। লাফ দেওয়ার সময় তার হাত লাগে বোরহা ভেলের মাথায়। তাতেই মাটিতে পড়ে যান প্রতিপক্ষ উইঙ্গার। ম্যাচ শেষ হওয়ার দিকে থাকলেও রক্ষা মেলেনি রিয়াল অধিনায়কের। সঙ্গে সঙ্গে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ