৪০০ কি.মি. বেগের ‘ফুক্সিং’ বুলেট ট্রেন আনছে চীন


ই-বার্তা প্রকাশিত: ২২শে আগস্ট ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:০৭ এশিয়া

ই-বার্তা ।। বিশ্বের সবচেয়ে দ্রুততম বুলেট ট্রেনের উদ্বোধন করবে চীন। এটি দেশটির রেল যোগাযোগের ক্ষেত্রে ৩৬০ বিলিয়ন ডলার প্রকল্পের একটি অংশ।

দেশটির কর্মকর্তারা জানিয়েছে, ট্রেনটি চালু হলে রাজধানী বেইজিং ও সাংহাইয়ের মধ্যকার ভ্রমণ সময় এখনকার চেয়ে এক ঘণ্টা কমে আসবে।

একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ‘ফুক্সিং’ বুলেট ট্রেনটি তৈরি করা হয়েছে। চীনের তৈরি নতুন এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০০ কিলোমিটার।

গড় গতিবেগ ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা আগের ভার্সনের চেয়ে ৫০ কিলোমিটার বেশি। খবর এনডিটিভির।

চায়না রেলওয়ে কর্পোরেশনের মতে, ব্যস্ততম বেইজিং-সাংহাই রুটে ট্রেনটির কয়েকটি পরীক্ষামূলক চলাচলের পর আগামী ২১ সেপ্টেম্বর থেকে এটি নিয়মিত চলাচল করবে। একসঙ্গে ১৪টি ট্রেনের উদ্বোধন করা হবে।

দীর্ঘ এই বেইজিং-সাংহাই রুটে প্রতিদিন গড়ে ৫ লাখ ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। ১,৩১৮ কিলোমিটারের বেশি এই দীর্ঘ যাত্রাপথ দ্রুততম বুলেট ট্রেনটি অতিক্রম করতে মাত্র ৫ ঘণ্টা ৪৫ মিনিট লাগবে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ