বিসিবির ত্রাণ যাচ্ছে বানভাসি মানুষের কাছে


ই-বার্তা প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:১৮ ফুটবল

ই-বার্তা।। বন্যার কথা বিবেচনা করে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না করে তার অর্থ দিয়ে বানভাসি মানুষদের সাহায্য করার ঘোষণা দিয়েছিলেন আগেই। সে লক্যেোধ আজ বৃহস্পিতিবার শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুত করা হচ্ছে ত্রাণসামগ্রী। শুক্রবার বিসিবির ত্রাণের ট্রাক যাচ্ছে সিরাজগঞ্জে। ত্রাণের প্রতিটি প্যাকেটের মাঝে রয়েছে শুকনো খাবার, ঔষধ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি।

দেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দী। বিশেষ করে উত্তরাঞ্চলে ব্যাপক বন্যায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমন নাজুক পরিস্থিতির কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে সে অর্থ বন্যা কবলিতদের দেওয়ার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

কয়েকদিন আগে কাউন্সিলের জরুরি এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানের দায়িত্বে থাকা বিসিবি পরিচালক শেখ সোহেল বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানের কথা ছিল। বন্যার কারণে উদ্বোধনী অনুষ্ঠান আমরা বাতিল করে দিচ্ছি। কোনো বাইরের শিল্পী আসবে না। নাচ-গান হবে না। শুধু ফায়ার ওয়ার্কস হবে।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ