ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট


ই-বার্তা প্রকাশিত: ২৫শে আগস্ট ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:৫২ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা ।। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ছিল ৪০ কিলোমিটার।

সামনে ঈদ থাকায় যানজট ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন যানবাহনচালক ও সড়ক সংশ্লিষ্টরা। বিশেষ করে লাগাতার বৃষ্টি, সড়কে খানাখন্দ এবং কোরবানির গরুবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহনের চাপ বাড়ায় মহাসড়কে যানজট দীর্ঘস্থায়ী হতে পারে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশসহ ৪০ কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ২২ আগস্ট সোনারগাঁ এলাকায় একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পরিবহন দুটি বিকল হয়ে পড়লে এ যানজটের সৃষ্টি হয়।

এছাড়া ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন এ রুটে চলাচলকারী যাত্রীসাধারণ ও পরিবহন চালকরা। এবার বৃষ্টি মৌসুমে ঈদ হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে যানজট নিয়ে এ আশঙ্কা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ