লা-লিগায় যে মাইলফলকে মেসি প্রথম


ই-বার্তা প্রকাশিত: ২৭শে আগস্ট ২০১৭, রবিবার  | বিকাল ০৫:০৮ ফুটবল

ই-বার্তা।। মেসির জোড়া গোলে আলাভেসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বার্সেলোন। প্রথম গোলে স্প্যানিশ লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৩৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

আলাভাসের জালে দ্বিতীয়বার বল জড়ানোয় লা লিগায় এখন মেসির গোল সংখ্যা দাঁড়াল ৩৫১। লা লিগায় মোট ৩৮৪টি ম্যাচ খেলেছেন মেসি। ম্যাচ প্রতি গড়ে ০.৯১টি করে গোল করেছেন তিনি।

মেসির ঠিক পরেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লা লিগায় ২৬৫টি ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদ প্রাণভোমরা। নামের পাশে যোগ করেছেন ২৮৫ টি গোল। ম্যাচ প্রতি গোল গড়ে মেসির চেয়ে এগিয়ে রোনালদো। পর্তুগিজ সুপারস্টার ম্যাচ প্রতি ১.০৮ টি করে গোল করেছেন।

তৃতীয় স্থানে রয়েছেন তেলমো জারা। অ্যাটলেটিক বিলবাও কিংবদন্তী করেছিলেন ২৫১ গোল। ১৯৪০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত লা লিগায় ২৭৮টি ম্যাচ খেলেছেন। তেলমো জারার গোল গড় ০.৯০।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ