২২১ রানেই থমকে গেলো বাংলাদেশের ইনিংস


ই-বার্তা প্রকাশিত: ২৯শে আগস্ট ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৩৮ ক্রিকেট

ই-বার্তা ।। দ্বিতীয় ইনিংসে ২২১ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ২৬৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

এর আগে মঙ্গলবার ১ উইকেটে ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা।

তৃতীয় দিনের শুরুতেই তাইজুলকে ফেরান নাথান লায়ন। তাইজুল ৪ রান করে লেগ বিফোরের শিকার হন।

এদিকে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েস। মাত্র ২ রান করে স্লিপে ক্যাচ দেন আগের ইনিংসে ০ রান করা ইমরুল।

ইমরুল ও সৌম্য ব্যর্থ হলেও নিজের ২৪তম অর্ধশতক তুলে নেন তামিম। টেস্টে এর আগে বাংলাদেশের হয়ে আর একজন ব্যাটসম্যানের ২৪টি অর্ধশতক রয়েছে। তিনি সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

তামিম ইকবালের সঙ্গে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। তাদের জুটিতে আসে ৬৮ রান। ব্যক্তিগত ৭৮ রানে পেট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম। সাকিবও বেশিদূর যেতে পারেননি। মাত্র ৫ রান করে লায়নের বলে কামিন্সের হাতে ধরা পড়েন।

সাকিব ফিরে গেলেও সাব্বিরকে সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড বাড়াতে থাকেন মুশফিক। তবে মুশিও ব্যক্তিগত ৪১ রান করে রানআউটের শিকার হন। মুশফিকের পর দ্রুতই সাজঘরে ফেরেন নাসির হোসেন।

অনেকদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া নাসির কোনো রান না করেই অ্যাস্টন আগারের বলে আউট হন। পরের ওভারেই সাজঘরে ফেরেন সাব্বির রহমান। সাব্বির ২২ রান করে লায়নের বলে আউট হন। লায়নের ৫ম শিকার শফিউল ইসলাম। শফিউল ৯ রান করে আউট হন।

শেষদিকে মেহেদী হাসান মিরাজের ব্যাটে দুইশ পার করে বাংলাদেশ। মিরাজ ২৬ রানে আউট হলে ২২১ রানেই থামে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার হয়ে লায়ন ৬টি, আগার ২টি এবং কামিন্স ১টি উইকেট লাভ করেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ