মিয়ানমারের সাথে সব সম্পর্ক বিচ্ছেদের ঘোষনা মালদ্বীপের


ই-বার্তা প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:২৪ এশিয়া

ই-বার্তা ।। রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নিপীড়নের নিন্দা জানিয়ে মিয়ানমারের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মালদ্বীপ। রবিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রোহিঙ্গা মুসলমানদের মৃত্যু ও কয়েক হাজার রোহিঙ্গা ঘরবাড়ি হারানোর ফলে মালদ্বীপ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।

রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে ধারাবাহিকভাবে পরিকল্পিত নির্যাতনের শিকার হচ্ছে এবং জাতিসংঘ অতীতে দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের কথা নথিভুক্ত করেছে।

মালদ্বীপ মনে করে এই রক্তাক্ত সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত।

মালদ্বীপ সরকার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার। যতদিন পর্যন্ত রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে কোনও উদ্যোগ নেওয়া হবে না ততদিন এই সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকারের লঙ্ঘনের দিকে নজর দিতে মালদ্বীপের সরকার জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে অনুরোধ জানাচ্ছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ