আর কোনো টিউমার নেই মুক্তামনির হাতে


ই-বার্তা প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৩:০০ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা ।। রক্তনালীর টিউমারে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির তৃতীয় অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। তিন ঘণ্টার চেষ্টায় মুক্তামনির হাতের টিউমারটি পুরোপুরি অপসারণ করা হয়েছে বলে জানান চিকিৎসক। তবে ঝুঁকি থাকায় আরো ২৪ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে মুক্তামনিকে।

তৃতীয় দফায় মঙ্গলবার সকাল ৯টার দিকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয় মুক্তামনিকে। এরপর এ্যানেসথেশিয়া শেষ করে সকাল সাড়ে নয়টায় শুরু হয় অপারেশন। প্রস্তুত ছিল ১০ সদস্যের মেডিকেল বোর্ড। মাঝে অতিরিক্ত রক্তক্ষরণে ৫ ব্যাগ রক্ত থাকার পরও জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন দেখা দেয়। অবশেষে সব চড়াই উৎরাই পেরিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আসে সাফল্য।

তবে এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় আগামী চব্বিশ ঘণ্টা মুক্তামনিকে নিবিড় তত্ত্বাবধানে রাখার কথা জানান বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

পুরোপুরি সুস্থতার জন্য আরো ২টি অপারেশন প্রয়োজন বলে জানান চিকিৎসকরা।

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ