মুশফিকের উপর চটেছেন পাপন


ই-বার্তা প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | বিকাল ০৫:৫১ ক্রিকেট

ই-বার্তা।। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম চার নম্বরে ব্যাট না করে নাসির হোসেনকে পাঠিয়েছিলেন। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠতেই দায়টা টিম ম্যানেজমেন্টকেই দিয়েছেন তিনি। তাছাড়া দল নির্বাচন এবং ব্যাটিং অর্ডার ঠিক করাটা তাঁর ইচ্ছেয় হয় না বলেও জানিয়েছেন তিনি।মুশফিকের এমন মন্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এর জন্য কড়া সমালোচনা করেছেন।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে কেন চার নম্বরে ব্যাট করলেন না, এমন প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, এটা তো আমার ইচ্ছেয় হয় না। আমি ইচ্ছে করলেই কাউকে খেলাতে পারি না। আমি যে শ্রীলঙ্কায় উইকেটকিপিং করিনি, এটা তো আমার ইচ্ছে মতো হয়নি। তখন আমার ইচ্ছে ছিল উইকেটকিপিং করার। আসলে যাঁরা উপরে আছেন, যাঁরা দল নির্বাচন করেন, তাঁদেরকেই প্রশ্নটা করা ভালো।

মুশফিকের এই মন্তব্যে কিছুটা ক্ষুব্ধ হয়ে গতকাল শুক্রবার রাতে নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, সমস্যাটা মুশফিকের। এটা পরিষ্কার। এ ছাড়া আমার বলার কিছু নেই। মাশরাফি অধিনায়কত্ব করে না? ও কখনো এমন সমস্যায় পড়েনি। সাকিব কখনো এমন সমস্যায় পড়বে না, লিখে দিতে পারি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ