টেস্ট খেলবেন মাশরাফী


ই-বার্তা প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০১৭, সোমবার  | বিকাল ০৩:৩৯ ক্রিকেট

ই-বার্তা।। কিছু দিন হলো টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিলেও একদিনের ম্যাচের খেলে যাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে টেস্ট থেক এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি ম্যাশ। জাতীয় দলের হয়ে টেস্ট খেলার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ঘরোয়া টুর্নামেন্টে সাদা জার্সিতে আবারও দেখা যাবে মাশরাফীকে।

আসন্ন জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে সাদা পোশাকে নামছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। নিজের খেলার কথা বিসিবি ও খুলনা বিভাগীয় কর্মকর্তাদের জানিয়েও দেন মাশরাফী। ইতোমধ্যে তাকে নিয়েই ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে খুলনা। সবকিছু ঠিক থাকলে হয়তো আগামী ১৫ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাদা পোশাকে মাঠে নামবেন মাশরাফী।

ক্যারিয়ারের শুরু থেকেই বহুবার ইনজুরির কাছে ধরাশয়ী হন মাশরাফী। ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট খেলতে নেমে হাঁটুতে আঘাত পান তিনি। ফলে প্রায় দুইবছর মাঠের বাইরে নীরব দর্শক হয়ে থাকতে হয়েছিল মাশরাফীকে। টেস্ট ক্যারিয়ার ৩৬টি ম্যাচ খেলেছেন মাশরাফী। নিয়েছেন ৭৮টি উইকেট। গড় ৪১.৫২, ইকনোমি রেট ৩.২৪ করে। রান করেছেন ৭৯৭।

অবশ্য জাতীয় দলের হয়ে সাদা পোশাকে না খেললেও ঘরোয়াতে খেলেছেন মাশরাফী। সর্বশেষ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২০১৪ সালের ৩০ ফেব্রুয়ারি খুলনার হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। শেষ পর্যন্ত আবার তিন বছর পর জাতীয় লিগে ফিরছেন মাশরাফী।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ