উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের অবরোধে যোগ দিলো রাশিয়া, চীন


ই-বার্তা প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:০৪ আমেরিকা

ই-বার্তা।। সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারো অবরোধ আরোপ করলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়া এবং উত্তর কোরিয়ার মিত্র দেশ চীনও এই অবরোধে সম্মতি জানিয়েছে।

২০০৬ সালের পর এ নিয়ে দেশটির ওপর অষ্টমবারের মতো অবরোধের প্রস্তাব আনা হলো। যদিও পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে পিয়ংইয়ংকে বিরত রাখা সম্ভব হয়নি। কয়লা, সীসা, তৈরি পোষাকের মতো গুরুত্বপূর্ণ সামগ্রী এবারের অবরোধের তালিকায় রয়েছে। সোমবার নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনা অবরোধ প্রস্তাবের পক্ষে পড়েছে ১৫ ভোট, আর বিপক্ষে একটিও ভোট পড়েনি।

যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ জারির জন্যে এই বৈঠকের আহ্বান জানায় আর তাতে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মিত্র দেশ চীনও সম্মতি দেয়। পিয়ংইয়ং সম্প্রতি যে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা ছিল অত্যন্ত শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা। আর ক্রমাগতই তারা যুক্তরাষ্ট্রে আঘাত হানার বিষয়ে হুমকি দিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের প্রাথমিক প্রস্তাবে অপরিশোধিত তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞাসহ কিম জন উনের সম্পত্তি বাজেয়াপ্তের প্রসঙ্গও ছিল। তবে জ্বালানী রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা না দিয়ে, বর্তমান রপ্তানীর পরিমাণ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। সবশেষ এই অবরোধ ঘোষণায় উত্তর কোরিয়ায় কয়লা, সীসা এবং সামুদ্রিক খাবার রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে। এবারের নিষেধাজ্ঞার তালিকায় দেশটির অন্যতম আয়ের উৎস পোষাক শিল্পও থাকছে।

আগস্টের শেষ দিকে উত্তর কোরিয়ার ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র জাপানের আকাশসীমা অতিক্রম করে, আর তারপর থেকেই তোড়জোড় শুরু হয় নতুন করে ব্যবস্থা নেবার।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ