টানা ৭৩ ম্যাচে গোল করে রিয়ালের বিশ্বরেকর্ড


ই-বার্তা প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০১৭, সোমবার  | দুপুর ০১:৪৯ ফুটবল

ই-বার্তা।। রবিবার রাতে সোসিয়েদাদের মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর এ ম্যাচের মধ্য দিয়ে টানা ৭৩ ম্যাচে গোল করে সান্তোসের রেকর্ড স্পর্শ করলো জিদানের দল।

বিশ্ব রেকর্ড গড়ার পথে প্রথমে বার্সেলোনার গড়া টানা ৪৪ ম্যাচে গোলের স্প্যানিশ রেকর্ড ভেঙেছে রিয়াল। এরপর বায়ার্ন মিউনিখের গড়া টানা ৬১ ম্যাচে গোলের ইউরোপিয়ান রেকর্ডও ভাঙে জিদানের দল।

রেকর্ডটা এত দিন এককভাবে দখলে রেখেছিল সান্তোস। ১৯৬৩ সালে ব্রাজিলিয়ান ক্লাবটি গোল করেছিল টানা ৭৩ ম্যাচে। আর গত ম্যাচে গোল করলেই সান্তোসের সেই রেকর্ডে ভাগ বসাতো রিয়াল। ম্যাচের ১৯ মিনিটে মায়োরাল গোল করলে সান্তোসের সেই বিশ্ব রেকর্ডে ভাগ বসায় রিয়াল।

টানা দুই ম্যাচ ড্রয়ের পর সোসিয়েদাদের সঙ্গে জিতে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে দলের নিয়মিত খেলোয়াড়দের ভেতরে ছিলেন না প্রায় ছয় জন খেলোয়াড়। তবুও জিদানের দল তিন পয়েন্ট নিয়েই ফিরেছে।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ