রোহিঙ্গাদের ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র


ই-বার্তা প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:১৪ রাজনীতি

ই-বার্তা ।। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।

বুধবার, রাখাইন সংকট নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের এক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র হেদার নয়ার্ট। এসময় তিনি জানান, রাখাইনে সহিংসতার হাত থেকে বাঁচতে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেছেন এবং গৃহহীণ হয়েছেন তাদের সহায়তার এই অর্থ বরাদ্দ করা হবে।

নতুন এ অর্থ সহায়তার মধ্য দিয়ে এ নিয়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় মার্কিন অর্থয়ানের পরিমাণ ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার হবে বলেও জানান নয়ার্ট। একইসঙ্গে, এ অর্থ সহায়তার মধ্য দিয়ে রোহিঙ্গাদের মানবিক সহায়তা মার্কিন সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলেও পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ