প্রেমে ব্যার্থ হয়েই মুসলিমবিদ্বেষী হয়ে উঠেন সুচি


ই-বার্তা প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৭:২৫ প্রতিক্রিয়া

ই-বার্তা ।। ১৯৬৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তারেক হায়দার নামে এক পাকিস্তানি ছাত্রের প্রেমে পড়েছিলেন সু চি।

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তারেককে খুশি করতে ভারতীয় ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলাও বন্ধ করেছিলেন। প্রেম নিয়ে সু চি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তৃতীয় বিভাগে কোনো রকমে পরীক্ষায় উত্তীর্ণ হন। অক্সফোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পরে তারেক পাকিস্তানে ফিরে যান। সু চি চাইলেও তারেক তাকে বিয়ে করেননি।

সু চির জীবনী লেখক ও সাংবাদিক পিটার পপহ্যাম বলেছেন, ‘সু চি প্রায় বছরখানেক বিরহে বিমর্ষ ছিলেন। সেই সময় থেকেই তিনি ধীরে ধীরে মুসলিমবিদ্বেষী হয়ে ওঠেন।’

সুত্র ঃ ইন্টারনেট।

সর্বশেষ সংবাদ

প্রতিক্রিয়া এর আরও সংবাদ