কাভানির কাছে ভুলের ক্ষমা চেয়েছেন নেইমার


ই-বার্তা প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | সকাল ১১:২২ ফুটবল

ই-বার্তা।। পিএসজি ছেড়ে জ্লাতান ইব্রাহিমোভিচ চলে যাওয়ার পর বেশিরভাগ সময় কাভানিই নিয়েছেন পেনাল্টি। কিন্তু রবিবার লিওঁর বিপক্ষে এতে আপত্তি জানিয়ে কিক নিতে চেয়েছিলেন নেইমার। অবশ্য সিদ্ধান্তে অনড় ছিলেন কাভানি। এরপর পিএসজি ফ্রিকিক পেলে দানি আলভেস বল কাভানিকে না দিয়ে দেন নেইমারকে। শুরু হয়ে যায় ক্লাবের অশনি সংকেত নিয়ে বিভিন্ন মিডিয়ার তোড়জোড়। অবশ্য পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি জানান, পেনাল্টি নেবেন কাভানিই।ৎ

পেনাল্টির বিষয়ে সুরাহা হলেও আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মধ্যকার বিরোধ নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। তবে কাভানি-নেইমারের রাগ ভাঙাতে সব চেষ্টা করে গিয়েছে সতীর্থরা। বিশেষ করে আলভেস, তিনি দুজনকে আলাদা করে রাতের খাবার খেতে নিয়ে গিয়েছিলেন। সর্বশেষ এল’ইকুইপ জানালো, গত বৃহস্পতিবার অনুশীলনের সময় উরুগুয়ান ফরোয়ার্ডসহ পুরো দলের কাছে ক্ষমা চেয়েছেন নেইমার। এসময় ব্রাজিলিয়ান তারকার অনুবাদক হিসেবে ছিলেন তার জাতীয় দলের সতীর্থ থিয়াগো সিলভা।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ