১২০ কেজি গাঁজা আটক


ই-বার্তা প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০১৭, রবিবার  | দুপুর ০২:২১ অপরাধ

ই-বার্তা ।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় ১২০ কেজি গাঁজা আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনের দায়ে এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

কালীগঞ্জ থানার এসআই রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভুট্টার বস্তায় করে একটি ট্রাক ১শ কেজি গাঁজা নিয়ে যাচ্ছে। সে সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালানো হয়। উপজেলার লালমনিরহাট-বুড়িমারি মহাসড়ক থেকে ট্রাক চালক ও চালকের সহকারিকে আটক করা


হয়।

ট্রাকটি হাতীবান্ধা উপজেলা থেকে ভুট্টা লোড করে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। মহাসড়কের মুসকান হোটেলের সামনে থামলে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৭ বস্তা গাঁজা উদ্ধার করে।

আটক ব্যক্তিরা হলো পাবনা জেলার ট্রাক চালক সাইদুল ইসলাম(৩৫) ও একই এলাকার ট্রাক চালকের সহকারি সজিব(২১)।

অন্যদিকে উপজেলার ভোটমারি এলাকার আব্দুল জলিলের স্ত্রী মাদক ব্যবসায়ী মরিয়ম বেগমকে একই দিন সন্ধায় গ্রেফতার করেছে পুলিশ। তখন তার সাথে ২০ কেজি গাজা পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মরিয়ম ওই এলাকায় দীর্ঘদিন ধরে গাজা ও ফেনসিডিলের ব্যবসা করে আসছিল।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ