টসে জিতে টাইগারদের বল, বাদ হলেন সৌম্য


ই-বার্তা প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:১৯ ক্রিকেট

ই-বার্তা ।। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ওপেনার সৌম্য সরকার দল থেকে বাদ পড়েছেন। দলে ফিরেছেন মাহমুদুল্লাহ, লিটন দাস, রুবেল হোসেন, শফিউল ইসলাম।

পচেফস্ট্রুমের সেনওয়াশ পার্কে এর আগে একটি টেস্টেই আতিথ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। সেটিও বাংলাদেশকে। ২০০২ সালের দেখায় ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। সেবার জ্যাক ক্যালিস-মাখায়া এনটিনিদের কাছে বিপর্যস্ত হয়েছিল হাবিুল বাশার–আল শাহরিয়াররা। ২০০৮ সালে ওয়ানডেতেও টাইগারদের পেস ও সুইংয়ে ভোগান ডেল স্টেইন। এবারও বাউন্সি উইকেটে মরকেল-রাবাদাদের সামনে পরীক্ষা দিতে হবে তামিম-সৌম্যদের।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক এবং উইকেটকিপার), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, লিটন দাস।

দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার, আনদিলে ফেলুকায়ু ও কাগিসো রাবাদা।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ