চীনে ৫.৫ মাত্রার ভূমিকম্প


ই-বার্তা প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০১:৪৮ এশিয়া

ই-বার্তা ।। চীনের সিচুয়ান প্রদেশের মিয়াইয়াংয়ে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এ ভুমিকম্প আঘাত হানে স্থানীয় সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৪ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলের শহর গুয়াইয়াং থেকে ৭৮ কিলোমিটার (৪৮ মাইল) দূরে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে ভূমিকম্পে প্রাথমিকভাবে চীনের ওই এলাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত মাসে সিচুয়ান প্রদেশের পাহাড়ি এলাকায় ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ১৯জন নিহত ও ২৪৭ জন আহত হন।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ