কাশ্মীরে সেনাক্যাম্পে হামলা, নিহত ২


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৩৪ এশিয়া

ই-বার্তা।। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের একটি সেনাক্যাম্পে বন্দুকধারির হামলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) তিন সদস্য আহত হয়। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে শ্রীনগর বিমানবন্দরের পাশে অবস্থিত ওই সেনাক্যাম্পে হামলার ঘটনা ঘটে।

হামলায় কমপক্ষে তিনজন অংশ নেয়। তাদের মধ্যে গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার পর বন্ধ করে দেওয়া বিমান চলাচল আবার চালু করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে বিমানবন্দরে যাতায়াতের রাস্তাগুলো।

এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি উর্দু জানায়, কয়েকজন হামলাকারী সেনাক্যাম্পের ভেতরে প্রবেশ করে। সেখানে কমপক্ষে একজন হামলাকারী এখনো অবস্থান করছে।

এদিকে, হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে জয়শ-এ-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ