ইতালীর নতুন লোগো, চার তারার চার বিশ্বকাপ জয়


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৫৭ ফুটবল

ই-বার্তা ।। ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি) রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার চার তারকা যুক্ত নতুন লোগো উন্মোচন করেছে।

ব্রাজিল সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করলেও একটি কম শিরোপা নিয়ে পরের অবস্থানেই রয়েছে ইতালি। আজ্জুরিরা ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা জয় করে। ফেডারেশনের সভাপতি কার্লো তাভেচ্ছিও বলেন,‘ আমাদের ইতিহাসকে সঙ্গী করে তিন বছর আগে শুরু হয়েছিল এফআইজিসি’র নতুন লোগো তৈরির কার্যক্রম। নতুন এই লোগোতে চার বারের বিশ্বকাপ শিরোপা জয়ের একটি দৃশ্যমান প্রমাণ উপস্থাপিত হবে। কারণ গোটা জাতিই এই গৌরবে গৌরবান্বিত।’

নতুন লোগো প্রকাশের পাশাপাশি আধুনিক ডিজাইনের ২০১৮ সালের বিশ্বকাপের জন্য জাতীয় দলের নতুন জার্সিও তৈরির কাজ চলছে, যেটি চলতি মাসের শেষদিকে জনসম্মুখে উপস্থাপন করা হবে। ১৯১১ সালে প্রথমবারের মত নীল জার্সি পড়তে শুরু করে আজ্জুরিরা।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ