প্রসাধনী ব্র্যান্ড ডাভের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ


ই-বার্তা প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার  | দুপুর ০১:৫৬ আমেরিকা

ই-বার্তা ।। প্রসাধনী ব্র্যান্ড ডাভের একটি বিজ্ঞাপনকে ঘিরে সামাজিক গণমাধ্যমে বর্ণবাদের অভিযোগে সৃষ্টি হয়েছে তুমুল সমালোচনা। এর পেক্ষিতে ক্ষমা চেয়েছে প্রসাধনী ব্র্যান্ডটি।

ডাভের যুক্তরাষ্ট্র ফেইসবুক পাতায় একটি তরল সাবানের বিজ্ঞাপনকে ঘিরে শুরু হয়েছিল এই বর্ণবাদ বিতর্ক। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে কোম্পানিটির ব্যাপক সমালোচনা শুরু হয়। তারপর টুইটারে এক বার্তা দিয়ে ক্ষমা চেয়েছে কোম্পানিটি।

একই সাথে বিজ্ঞাপনটিও সরিয়ে ফেলেছে কোম্পানিটি।

বিজ্ঞাপনটিতে একটি ভিডিও ক্লিপে তিনটি ছবি ধারাবাহিকভাবে


ব্যবহার করা হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন কৃষ্ণাঙ্গ নারী তার পরনের টিশার্ট খুলে ফেলছেন। আর শার্টের নীচে থেকে একজন শ্বেতাঙ্গ নারী বেরিয়ে আসছেন। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে শ্বেতাঙ্গ নারী তার পোশাক খুলছেন আর তারপর এক এশিয়ান নারীতে রূপান্তরিত হচ্ছেন।

যথারীতি অনেকেই ফুসে উঠেছেন সামাজিক গণমাধ্যম গুলোতে। ডাভ সামগ্রী বর্জনেরও দাবি তুলেছেন অনেকে।

এর পরেই টুইটার বার্তায় ডাভ জানিয়েছে তারা গভীর অনুশোচনা প্রকাশ করছে।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ