সাকিবকে নিয়ে পলকের মন্তব্যে উত্তর দিলেন তামিম


ই-বার্তা প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৫:১০ ক্রিকেট

ই-বার্তা ।। টেস্ট থেকে বিশ্রাম নিয়ে সাকিব আল হাসান আছেন বাংলাদেশে তখন বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজে নাকানি-চুবানি খাচ্ছে। টানা ক্রিকেটে থাকা বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার ধকল থেকে বাঁচতে টেস্টে নিয়েছেন বিশ্রাম। আর এই কারণে অনেকেই মত্ত হয়েছেন তার সমালোচনায়।

এমনই অদ্ভুত ও যুক্তিহীন সমালোচনায় যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার শন পোলকও। সাকিব এই সিরিজ শেষেও বিশ্রাম নিতে পারতেন জানিয়ে সম্প্রতি পোলক বলেন, এই সিরিজে সাকিবের দলের সাথে থাকা উচিত ছিল।

বন্ধু তামিম ইকবাল সাকিবকে নিয়ে সমালোচনার জবাব অবশ্য দিয়েছেন। তামিম বলেন, ‘একজন খেলোয়াড়ের শরীরের অবস্থা সে ছাড়া আর কেউ ভালো বোঝে না। শন পোলক বা বড় বড় ব্যক্তি যাঁরা আছেন, তাঁরা কি বলেন না বলেন ও দিয়ে আমার কিচ্ছু আসে-যায় না। সাকিব বিশ্রাম নেবে কি নেবে না, এটা সাকিব ঠিক করবে। ওর শরীর, ও যদি মনে করে ও শতভাগ দিতে পারবে না, বিশ্রাম নেওয়া উচিত, তো সেটাই উচিত।’

এ সময় তিনি দৃষ্টান্ত হিসেবে টেনে আনেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের কথাও। তামিম বলেন, ‘জেমস অ্যান্ডারসন শুধু ইংল্যান্ডে খেলে কেন? এশিয়াতে আসে না কেন! বাংলাদেশে আসে না কেন! এটা নিয়ে তো কাউকে কোনো দিন প্রশ্ন করতে দেখিনি!’

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ