ট্রাম্পের যেকোন অবস্থানের সমুচিত জবাব দেয়া হবেঃ জাভেদ জারিফ


ই-বার্তা প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার  | সন্ধ্যা ০৭:০০ আরব বিশ্ব

ই-বার্তা ।। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ পরমাণু চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোন অবস্থানের সমুচিত জবাব দেয়ার হুমকি দিয়েছেন। পরমাণু চুক্তিকে মার্কিন স্বার্থবিরোধী উল্লেখ করে যুক্তরাষ্ট্র এটি থেকে বের হয়ে যাওয়া কথা ভাবছে - সম্প্রতি ট্রাম্পের এমন ঘোষণার পর এ হুশিয়ারি দেন জাভেদ জারিফ।

এর মধ্যেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্ব রাজনীতিতে খারাপ খেলোয়াড় উল্লেখ করে, সে অনুযায়ীই তাদেরকে ভবিষ্যতে বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনী প্রচারণার প্রথম থেকেই ইরানের পরমাণু চুক্তিটি যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী উল্লেখ করে এর তীব্র বিরোধিতা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ চুক্তি থেকে বের হয়ে যাবার ইঙ্গিত দেন ট্রাম্প।

এর মধ্যেই, রোববার মার্কিন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরান বিশ্ব রাজনীতিতে একটি খারাপ খোলোয়াড় এবং সে অনুযায়ীই তাদেরকে বিবেচনা করা হবে। একইসঙ্গে, উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখায় ইরানের কঠোর সমালোচনাও করেন মার্কিন প্রেসিডেন্ট।

সর্বশেষ সংবাদ

আরব বিশ্ব এর আরও সংবাদ