যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করবে না পাকিস্তানকে


ই-বার্তা প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:২৯ এশিয়া

ই-বার্তা।। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি বলেছেন, সামরিক এবং অন্যান্য সরঞ্জামের জন্য তার দেশকে যুক্তরাষ্ট্রের ওপর আর নির্ভর করতে হবে না।

আরব নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। গতমাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেয়ার পর পাকিস্তান ফিরে এ সাক্ষাৎকারে দেন তিনি।

তিনি বলেন, একটি উৎস বন্ধ হয়ে গেলে পাকিস্তানকে অন্যান্য উৎসের সন্ধানে যেতে হবে। এতে হয়ত খরচ বাড়তে পারে এবং বেশি সম্পদ ব্যবহার হতে পারে কিন্তু পাকিস্তানকে সে যুদ্ধের মোকাবেলা করতেই হবে বলে জানান তিনি। যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের সবাইকে একই কথা বলেছেন বলেও জানান তিনি।

ইসলামাবাদ এবং ওয়াশিংটনের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে তখন এসব কথা বললেন তিনি।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ