২৩ দেশের রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত, বাদ নেদারল্যান্ড


ই-বার্তা প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার  | দুপুর ০২:৩৬ ফুটবল

ই-বার্তা।। আগামী বছরের ১৪ জুন রাশিয়ায় শুরু হবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। মোট ৩২ জাতির এ টুর্নামেন্টে এরই মধ্যে ২৩টি দলের বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ২০১০ সালের রানার্সআপ ও ২০১৪ সালের তৃতীয় স্থান অর্জনকারী নেদারল্যান্ড

ইউরোপ (উয়েফা ) থেকে : বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া ও স্পেন।

দক্ষিণ আমেরিকা (কনমেবল) থেকে: ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান) তেকে : কোস্টারিকা, মেক্সিকো ও পানামা।

আফ্রিকা (সিএএফ) থেকে: মিসর ও নাইজেরিয়া।

এশিয়া (এএফসি) থেকে: ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ