মিয়ানমার থেকে জি-টু-জি ভিত্তিতে এক লাখ মেট্রিক টন চাল আমদানি


ই-বার্তা প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৪:৩৯ রাজনীতি

ই-বার্তা ।। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত বৈঠকে কমিটি বুধবার (১১ অক্টোবর) বিকেলে এ প্রস্তাব অনুমোদন দেয়। বৈঠক থেকে বের হয়ে যাওয়ার সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংবাদিকদের এ কথা বলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমার থেকে জি-টু-জি (সরকার থেকে সরকার) ভিত্তিতে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এখন এ ব্যাপারে চুক্তি হবে। প্রতি টন চালের মূল্য পড়বে ৪শ’ ৪২ ডলার। এ হিসাবে এক লাখ মেট্রিক টন চালের মূল্য হবে ৩শ’ ৬৬ কোটি ৮৬ লাখ টাকা।

এছাড়া বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৬৯১টি বই মুদ্রণের প্রস্তাব এসেছিল, তাও অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১১২ কোটি ৮৯ লাখ ২৮ হাজার টাকা।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ