সিপিএল টি-২০ তে ডাক পেল মেহেদী মিরাজ


ই-বার্তা প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:২০ ক্রিকেট

ভাগ্যটা দ্রুতই বদলে গেল মেহেদী হাসান মিরাজের। গত অক্টোবরে টেস্ট অভিষেকেই আলোড়ন তোলা মিরাজ এবার সুযোগ পেয়ে গেলেন দেশের বাইরে ক্রিকেট লিগ খেলার।

ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন এই অলরাউন্ডার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ককে দলে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।

সিপিএলের পঞ্চম আসরের জন্য অস্ট্রেলীয় স্পিনার ব্র্যাড হগকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। কিন্তু হগ খেলতে পারছেন না এবার। এক প্রেস বিজ্ঞপ্তিতে ত্রিনবাগো জানিয়েছে, হগের জায়গায় অফস্পিনিং অলরাউন্ডার মিরাজকে নিয়েছে তারা।

এবারের সিপিএল শুরু হতে পারে ১ আগস্ট। ক্যারিয়ারের শুরুতেই এমন সুবর্ণ সুযোগ পেয়ে মিরাজ দারুণ রোমাঞ্চিত। গতকাল তিনি বলেন, ‘ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। ওখানে অনেক ভালো খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ পাবো, যার ফলে আমার খেলারও অনেক উন্নতি হবে। সব কিছুর ওপরে জাতীয় দল, এরপর অন্য কিছু। সিপিএলে নিজেকে প্রমাণ করতে পারলে সবখানেই খেলার সুযোগ আসবে।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ