খালেদা জিয়ার অনাস্থা প্রস্তাব নাকচ


ই-র্বাতা প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:২৭ রাজনীতি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও বিচারক কামরুল আহসান মোল্লার প্রতি অনাস্থা জানিয়েছেন খালেদা জিয়া। তবে তা নাকজ করে দিয়েছেন বিচারক। এ মামলার পরবর্তী শুনানির জন্য ২৭ এপ্রিল দিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার পর এ বিষয়ে কামরুল আহসান মোল্লার আদালতে শুনানি শুরু হয়।
শুনানির শুরুতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আদালতকে বলেন, এই মামলায় যখন অভিযোগ গঠন করা হয় তখন আদালতের বিচার দুর্নীতি দমন কমিশনের পরিচালক ছিলেন। মামলাটি করেছেও দুদক। তাই এ মামলার আদালত পরিবর্তন প্রয়োজন। খালেদা জিয়া আপনার প্রতি অনাস্থা জানিয়েছেন। তাই মামলা পরিবর্তনের আদেশ দেন।

শুনানি শেষে বিচারক বলেন, আমি মামলা পরিবর্তনের আদেশ দিতে পারব না। আপনারা উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে আসেন।

এরপরই বিচারক মামলা ২৭ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন। এখন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি শুরু হবে।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ