আয়ারল্যান্ডের প্রথম টেস্ট পাকিস্তানের বিপক্ষে


ই-বার্তা প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৭, শুক্রবার  | সকাল ১১:৫৭ ক্রিকেট

ই-বার্তা।। আয়ারল্যান্ড তাদের প্রথম টেস্ট প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে পাকিস্তানকে। বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। এর আগে চলতি বছর জুনে একসঙ্গে ১১ ও ১২তম দেশ হিসেবে আয়ারল্যান্ড ও আফগানিস্তান টেস্ট মর্যাদা পায়।

দিনক্ষণ ও ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে ম্যাচটি যে আয়ারল্যান্ড ঘরের মাঠে খেলবে এবং আগামী বছরের মে মাসে হবে সেটা হয়েছে চূড়ান্ত। অকল্যান্ডে আইসিসির সভায় দুই দেশ এ ব্যাপারে একমত হয়েছে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ঐতিহাসিক ম্যাচের জন্য প্রতিপক্ষের খোঁজ করছিল ক্রিকেট আয়ারল্যান্ড। সবকিছু চূড়ান্ত হওয়ায় খুশি বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম, ‘আগামী বছর আমাদের উদ্বোধনী টেস্টে পাকিস্তানকে আয়ারল্যান্ডে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত।

দেশের মানুষের সামনে প্রথম টেস্ট খেলার ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দিত তিনি, ‘টেস্ট মর্যাদা পাওয়ার ১২ মাসের মধ্যে আমাদের দেশের দর্শকদের সামনে অভিষেক ম্যাচ খেলার ইচ্ছা ছিল, সেটাও আবার বড় দলের বিপক্ষে। তাই আমি আনন্দিত।

অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডও এ খবরে তার উচ্ছ্বাস লুকালেন না, ‘আইরিশ ক্রিকেটের জন্য এটা চমৎকার খবর। এটা বিশেষ কিছু হবে। আর ইতিহাসের অংশীদার হতে পারা সবসময় দারুণ।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ