আইসিসির ছাড়পত্র পেল টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে লিগ


ই-বার্তা প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:১৫ ক্রিকেট

ই-বার্তা ।। আইসিসি নতুন যুগে পা দিচ্ছে। আইসিসির বোর্ড সভায় ক্রিকেটকে বৈশ্বিক ভাবে ছড়িয়ে দিতে আন্তর্জাতিক টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে লিগ চালুর ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুই বছর মেয়াদী টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ২০২১ সালে সেরা দুই দল ইংল্যান্ডে খেলবে ফাইনাল।

এসব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় অকল্যান্ডে অনুষ্ঠিত বোর্ড সভায়।

টেস্ট লিগে বাংলাদেশসহ অংশ নেবে শীর্ষ ৯টি দল। এ সময় দলগুলো তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে। সিরিজে কমপক্ষে ২টি এবং সর্বোচ্চ পাঁচটি ম্যাচ পর্যন্ত থাকতে পারবে। ২০২১ সালের এপ্রিলে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। আর ১৩ দল নিয়ে ২০২০ সাল থেকে শুরু হবে ওয়ানডে লিগ।

আইসিসির পূর্ণ সদস্য ১২টি দলের সাথে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ বিজয়ীরা খেলবে ওয়ানডে লিগে। দলগুলো চারটি হোম এবং চারটি অ্যাওয়ে সিরিজ খেলবে লিগ চলাকালীন। প্রতিটি সিরিজে কমপক্ষে তিন বা তার বেশি ওয়ানডে থাকতে পারবে। এছাড়াও দ্বিপক্ষীয় সিরিজের মাঝে পরীক্ষামূলক চারদিনের টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে অনুমোদন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এই সভায়।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ